জুলাই গণঅভ্যুত্থানের বিপ্লবী নেতা শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে এবং খুনীদের দ্রুত বিচারের দাবিতে কুড়িগ্রামে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।এসময় ঘণ্টা ব্যাপী সড়ক অবরোধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
শুক্রবার ১৯ ডিসেম্বর দুপুরে পৌর শহরের শাপলা চত্বরে এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহবায়ক মোঃ লোকমান হোসেন লিমন,সদস্য সচিব খন্দকার আল ইমরান,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক আব্দুল আজিজ নাহিদসহ অনান্য সংগঠনের অনান্য নেতাকর্মীরা।
বক্তারা বলেন, শহীদ শরীফ উসমান হাদি ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের একজন সাহসী ও আপসহীন বিপ্লবী নেতা। তার হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে খুনীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।
বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে বিপ্লবী ছাত্র-জনতা। কর্মসূচি শেষে শহীদ হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
পড়ুন- শহীদ শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে আখাউড়ায় বিক্ষোভ মিছিল


