ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে মুন্সীগঞ্জে মশাল মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৭ টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে মিছিল শেষে শহরের সুপারমার্কেট চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এই ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
এসময় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব জাহিদ হাসান, সাবেক যুগ্ম সদস্য সচিব নোমান আল মাহমুদ, জেলার সাবেক যুগ্ম সদস্য সচিব মো. জুয়েল শেখ, ছাত্র অধিকার পরিষদের জেলার সভাপতি মো. রাজু, মুন্সীগঞ্জ জুলাই মঞ্চের আহবায়ক রায়হান রাব্বিসহ অনেকই উপস্থিত ছিলেন।
পড়ুন- স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন রাশেদ খান
দেখুন- মহান দেশ ইরানের পাশে চীন!


