ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে এবং গত ৫ নভেম্বর চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাকে গণসংযোগকালে সন্ত্রাসীদের কর্তৃক গুলিবিদ্ধ করার সহিংস ঘটনা তদন্তের মাধ্যমে প্রকৃত দুষ্কৃতিকারিদের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল করেছে জেলা বিএনপি।
চনিবার ১৩ ডিসেম্বর দুপুরের দিকে খাগড়াছড়ি জেলা বিএনপি’র উদ্যোগে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলে ত্রয়োদশ সংসদ নির্বাচন ধানের শীষ প্রার্থী ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
এসময় তিনি বলেন, দেশের মানুষ গত ১৭ বছর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এখন একটি সুযোগ এসেছে ভোট প্রয়োগের। কিন্তু একটি মহল এই নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্নভাবে হামলা চালিয়ে যাচ্ছে। আমরা চাই হামলাকারীদের অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। তাহলে দেশে একটি সুস্থ নির্বাচন অনুষ্ঠিত হবে।
পড়ুন- ওসমান হাদির আসামিদের গ্রেপ্তারের দাবিতে জামালপুরে জেলা বিএনপির বিক্ষোভ


