উচ্চ আদালতের নির্দেশে কক্সবাজার শহরের আলোচিত বাঁকখালী নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চলছে।
সোমবার সকালে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ’র যৌথ নেতৃত্বে কস্তুরাঘাট এলাকায় এই উচ্ছেদ অভিযানে অন্যান্য বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও অংশ নিয়েছে।
কক্সবাজার বিআইডব্লিউটিএর কর্মকর্তা খাইরুজ্জামান জানান, হাইকোর্টের নির্দেশে নৌ বন্দরের জমি অবমুক্ত করতে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে উচ্ছেদ কার্যক্রম।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালেও এক দফা উচ্ছেদ করা হয়েছিল, তবে পরবর্তীতে আবারও দখলদাররা অবৈধ স্থাপনা গড়ে তোলে।
বিজ্ঞাপন
পড়ুন: অক্টোবরের মধ্যেই কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হতে পারে
এস/


