কক্সবাজারের রামুর গর্জনিয়াতে আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে, নিরিহ মানুষদের নির্যাতন ও হয়রানি করার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী ব্যক্তির নামে। ক্ষমতার পালা বদলের পর প্রশাসনের কাছে প্রতিকার চায় ভুক্তভোগীরা।
রামুর গর্জনিয়া এলাকায় আওয়ামী লীগের এমপি ও সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমল। তার আত্মীয় পরিচয়ে নিরিহ মানুষদের হয়রানি করার অভিযোগ উঠেছে বোর্ড কাশেম নামে এক ব্যক্তির নামে। জমি দখল, চাঁদাবাজী ও সরকারি জমি বন্দোবস্তির কথা দিয়ে লাখ লাখ টাকা আত্মসাতে ঘটনা ঘটেছে।
অন্যায়ের প্রতিবাদ করলে হুইপের ক্ষমতার কাছে হার মেনে নিয়েছে এসব ভুক্তভোগীরা। মিথ্যা মামলায় সহ নানা অমানবিক নির্যাতনের শিকার হয় এলাকাবাসী। দখল হয়ে যাওয়া জমি গ্রামবাসীকে ফেরত দেওয়ার দাবি জানায় এই জনপ্রতিনিধি।
তবে অভিযুক্ত বোর্ড কাশেম এ বিষয়ে তার সম্পৃক্ততা নেই ও এগুলকে ষড়যন্ত্র বলে জানান।
এই প্রভাবশালী কতৃক প্রদত্ত হয়রানির প্রতিকার চেয়ে বর্তমান সরকারের সহযোগিতা কামনা করছে ভুক্তভোগীরা।