21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

কক্সবাজারের পর্যটকের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের টানা ছুটিতে পর্যটকের ভিড় বঙ্গোপসাগর তীরের শহর কক্সবাজারে। পর্যটকরা তাদের কাছ থেকে বেশি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন। আগে থেকেই হোটেল বুকিং দিয়ে না আসায় স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি টাকা দিয়ে নিতে হচ্ছে হোটেল ভাড়া।

অতিরিক্ত হোটেল ভাড়া আদায়ের অভিযোগ মৌসুমী হোটেল ব্যবসায়ীদের উপর চাপালেন হোটেল,মোটেল ও গেষ্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার।

পর্যটক ও দর্শনার্থীদের ভ্রমণ নির্বিঘ্ন ও হয়রানি রোধে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। কক্সবাজারে আরও দুই একদিন পর্যটকের বাড়তি চাপ থাকতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন