১৫/০১/২০২৬, ৩:০০ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০১/২০২৬, ৩:০০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রী ও মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজারে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসাছাত্রী ও এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

রোববার (২৯ জুন) সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকায় মেরিন ড্রাইভ সড়কে একটি মোটরসাইকেল ও বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মো. পারভেজ মোশারফ (১৯) নামে এক তরুণ নিহত হন। আহত হন আরও তিনজন।

নিহত পারভেজ মোশারফ পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাসিন্দা আবুল ফয়েজের ছেলে।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ শোভন কুমার সাহা জানান, ‘প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, টেকনাফগামী মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর পারভেজকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’

অন্যদিকে, কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী স্টেশনে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় রিমু আক্তার নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হন। নিহত রিমু স্থানীয় পালংখালী খাদিজাতুল বালিকা মাদ্রাসার ছাত্রী।

শাহপরীরদ্বীপ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুল হক জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : কক্সবাজারে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন