16 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

কক্সবাজারে ভারি বৃষ্টিতে পাহাড় ধসে শিশু ও নারী নিহত

কক্সবাজারে ভারি বৃষ্টিতে পাহাড় ধসে এক শিশু ও একজন নারী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে সিকদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার মো. হাসান (১০) ও একই এলাকার জমিলা বেগম (৩৫)।

হঠাৎ পাহাড়ের ধসে পড়া কাদামাটি, তাদের বসতঘরে ঢুকে পড়ে। এতে চাপা পড়েন দুজন। উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে, তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার পর এলাকাটি পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তারা জানান, আরও বেশকিছু এলাকায় পাহাড় ধসের শঙ্কা রয়েছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ জামান জানান, বৃহস্পতিবার ভোরের দিকে শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকায় বসতঘরে পাহাড়ধসে জমিলা বেগম নামে এক গৃহবধূ গুরুতর আহত হন। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যদিকে, একই এলাকায় আরেকটি পাহাড়ধসে বাড়ির দেয়ালচাপায় হাসান নামে ১০ বছরের এক শিশু মারা যায়। হাসান স্থানীয় সাইফুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন