১৫/০১/২০২৬, ৬:৫১ পূর্বাহ্ণ
15 C
Dhaka
১৫/০১/২০২৬, ৬:৫১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কক্সবাজারে সাগরে গোসলে নেমে বাবা-ছেলের মৃত্যু

কক্সবাজারে সাগরে গোসলে নেমে পর্যটক বাবা-ছেলের মৃত্যু হয়েছে । এ নিয়ে গত ২৪ ঘন্টায় চারজনের মৃত্যু হল।

সোমবার দুপুর দেড়টার দিকে কক্সবাজার সৈকতের কলাতলী পয়েন্ট সাগরে এ ঘটনা ঘটে বলে জানান জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি।
নিহতরা হল, রাজশাহী সদরের শাহীনুর রহমান (৬০) ও তার ছেলে মোহাম্মদ সিফাত (২০)।

এর আগে রোববার বিকালে সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে চট্টগ্রাম শহরের ডিসি রোডের বাসিন্দা রাজীব আহম্মদ (৩৫) নামের এক পর্যটক নিখোঁজ হন। ৮ ঘন্টা পর মধ্যরাতে সৈকতের ডায়াবেটিক পয়েন্টের উত্তর পাশ এলাকায় তার মৃতদেহ ভেসে আসে।

এছাড়া রোববার সকালে সৈকতের শৈবাল পয়েন্টে জাল নিয়ে শখের বশে সাগরে মাছ ধরতে নেমে নিখোঁজ হন কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ নুরু নামের এক ব্যক্তি। সোমবার সকালে বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক পয়েন্ট সাগরে তার মৃতদেহ ভেসে আসে। পরে লাইফ গার্ড কর্মিরা মৃতদেহটি উদ্ধার করেছে।

স্থানীয়দের বরাতে নাফিস ইনতেসার নাফি বলেন, সকালে রাজশাহী থেকে শাহীনুর রহমান স্ত্রী ও দুই ছেলেকে সঙ্গে নিয়ে কক্সবাজার বেড়াতে আসেন। তারা কক্সবাজার পৌঁছে কলাতলী এলাকার হোটেল সী ক্রাউনে উঠেন।

পরে দুপুরের দিকে তারা সাগরে গোসলে নামেন। এক পর্যায়ে বাবা ও এক ছেলে স্রোতের টানে ভেসে যেতে দেখে লাইফ গার্ড কর্মিরা মুর্মূষাবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসসপাতালে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

সী সেইফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মি মোহাম্মদ শুক্কুর বলেন, ঘটনাটি দেখার সাথে সাথেই লাইফ গার্ড কর্মিরা উদ্ধারে নামেন। প্রথমে বাবাকে উদ্ধার করা হয়। পরে ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। এসময় তারা রক্তবমি করছিলেন।

মৃতদেহ দুইটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি।

বিজ্ঞাপন

পড়ুন : কক্সবাজারে নারী পর্যটককে হেনস্তা, ৫ যুবক আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন