কক্সবাজার সমুদ্র সৈকতের সৌন্দর্য বিশ্বের সামনে তুলে ধরতে, টেকনাফ শাহপরীর দ্বীপ জিরো পয়েন্ট থেকে ১শ’ কিলোমিটার সৈকত পাঁয়ে হেঁটে, লাবণী পয়েন্ট আসলেন বাংলাদেশী বংশদ্ভুত চার ব্রিটিশ নাগরিক।
লাবণী পয়েন্ট এসে পৌঁছালে তাদেরকে বরণ করেন ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা ও শিক্ষার্থীরা। বাংলাদেশী বংশদ্ভুত বৃটিশ নাগরিকরা জানান, কক্সবাজারের সৌন্দর্যকে বিশ্বের কাছে পরিচিত করতে এমন উদ্যোগ তাদের।
এসময় হিউম্যান রিলিফ ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. ওবায়দুর রহমান, গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার প্রজেক্ট অফিসার আশিকুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।