১৫/০১/২০২৬, ৬:১০ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৫/০১/২০২৬, ৬:১০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কক্সবাজারে ৩ দিনব্যাপী ‘অ্যানুয়াল স্পোর্টস কম্পিটিশন অ্যান্ড বিচ কার্নিভ্যাল-২০২৫’ শুরু

শিশু সুরক্ষা নিশ্চিতকরণ, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং খেলাধুলার মাধ্যমে কিশোরীদের ক্ষমতায়নের লক্ষ্যে কক্সবাজারে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘অ্যানুয়াল স্পোর্টস কম্পিটিশন অ্যান্ড বিচ কার্নিভাল ২০২৫’। ‘স্বপ্নের সারথি- সী শোর গার্লস’ প্রকল্পের আওতাধীন ইউনিসেফ (UNICEF)-এর সহযোগিতায় এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্ট কর্তৃক আয়োজিত এই উৎসবটি সোমবার সকালে কক্সবাজারের হোটেল সিগাল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

‘সী শোর গার্লস’ প্রকল্পের এই কার্যক্রমটি ১৫ থেকে ১৭ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। এবারের উৎসবের মূল প্রতিপাদ্য হলো— ‘শিশু নিরাপত্তা, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং উন্নয়নের জন্য খেলাধুলা’।

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন, জেলা ক্রীড়া অফিসার মো. আলাউদ্দিন এবং ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের প্রতিনিধি আনিসুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগো ফাউন্ডেশন ট্রাস্ট-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক করভি রাখসান্দ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ-এর প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং উপস্থিত সকলে মিলে শিশু সুরক্ষা অঙ্গীকার পাঠ করেন। উৎসবে শিশু অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সচেতনতামূলক পাপেট শো এবং স্থানীয় সংগীত শিল্পী ‘পেনোয়া’ ব্যান্ডের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কক্সবাজারের জেলা ক্রীড়া অফিসার মো. আলাউদ্দিন বলেন, “খেলাধুলা এখন কেবল শারীরিক ব্যায়ামই নয়, বরং পেশাদার ক্যারিয়ার গড়ার বড় মাধ্যম। সার্ফিংয়ের মতো চ্যালেঞ্জিং খেলায় আমাদের

কিশোরীদের এই দক্ষতা পর্যটন ও ক্রীড়া খাতে তাদের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করবে। জেলা ক্রীড়া অফিস সবসময়ই এমন সাহসী উদ্যোগের পাশে আছে।”


যুব উন্নয়ন অধিদপ্তর, কক্সবাজার-এর উপ-পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন তার বক্তব্যে বলেন, “যুব উন্নয়ন অধিদপ্তর সবসময় তরুণদের সৃজনশীলতা এবং নেতৃত্বের গুণাবলী বিকাশে কাজ করে। “সী শোর গার্লস” এর কার্যক্রম আমাদের যুবদের মাঝে জেন্ডার সমতা এবং সামাজিক দায়বদ্ধতার বার্তা পৌঁছে দিচ্ছে। আমরা বিশ্বাস করি, যখন আমাদের যুব সমাজ এবং কিশোরীরা খেলাধুলার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলবে, তখন তারা কেবল নিজের উন্নয়ন নয়, বরং পুরো সমাজকে জেন্ডারভিত্তিক সহিংসতামুক্ত একটি সুন্দর পরিবেশ উপহার দিতে পারবে।”

জাগো ফাউন্ডেশন ট্রাস্ট-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক করভি রাখসান্দ বলেন, “আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে প্রতিটি শিশু, বিশেষ করে আমাদের কিশোরী মেয়েরা কোনো ভয় বা বাধা ছাড়াই তাদের স্বপ্নপূরণের পথে এগিয়ে যাবে। ‘স্বপ্নের সারথি- সী শোর গার্লস’ প্রকল্পের মাধ্যমে আমরা গতানুগতিক জেন্ডার স্টেরিওটাইপ বা সামাজিক প্রতিবন্ধকতাগুলোকে ভেঙে দিতে চাই। কক্সবাজারের এই কিশোরীরা আজ সার্ফিংয়ের মাধ্যমে শুধু সমুদ্রের ঢেউ নয়, বরং সমাজের বৈষম্যগুলোকেও জয় করছে। খেলাধুলা এবং নেতৃত্বের এই শক্তি তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলছে, যা ভবিষ্যতে একটি নিরাপদ ও সমতাভিত্তিক ডিজিটাল এবং বাস্তব সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে। শিশু এবং কিশোরীদের সুরক্ষা ও ক্ষমতায়নে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে।”

তিন দিনব্যাপী এই উৎসবের দ্বিতীয় দিনে থাকছে প্রকল্পের অধীনস্থ প্রশিক্ষণার্থীদের সার্ফিং প্রতিযোগিতা, ম্যাজিক শো এবং জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে বিশেষ নাটক। আগামী ১৭ ডিসেম্বর পুরস্কার বিতরণীর মাধ্যমে এই বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটবে।

জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও ইউনিসেফের এই যৌথ উদ্যোগ কক্সবাজারের উপকূলীয় শিশু ও কিশোরীদের জন্য একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও ইতিবাচক সামাজিক পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

পড়ুন: জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন