কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সাবেক কৃষক লীগ ও ছাত্র লীগের দুই নেতাকে আটক করা হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) তাদের কে আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন, মোঃ রাশেদুল হাসান (৩৭), সাবেক সভাপতি, কৃষক লীগ ৯ নং ওয়ার্ড; পিতা—মৃত নাজির হোসেন; বাড়ি—দক্ষিণ ঘোনারপাড়া, ৯ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।মোঃ রবিউল হাসান (৪০), সাবেক সাধারণ সম্পাদক, ছাত্র লীগ ১২ নং ওয়ার্ড; পিতা—মৃত শহীদ; বাড়ি—উত্তর আদর্শগ্রাম, কলাতলি ১২ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
যৌথ বাহিনী জানায়, চলতি মাসের ৯ নভেম্বর সকালে কক্সবাজারের কলাতলীর ওশান প্যারাডাইস হোটেলের সামনে ছাত্রলীগের সাবেক সভাপতি এখলাস হোসেনের নেতৃত্বে তারা হঠাৎ ঝটিকা মিছিল করে। এ সময় তারা শহর ও পর্যটক এলাকায় বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি নাশকতার পরিবেশ তৈরি করার চেষ্টা করে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সেদিনের পরিকল্পনা ব্যর্থ হলেও পরবর্তীতে ১৩ নভেম্বর ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে পুনরায় নাশকতার প্রস্তুতি নেয় বলে অভিযোগ রয়েছে।
ফ্যাসিস্ট সরকারের জুলাই অভ্যুত্থান বিচারের ইস্যুকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়া গেলে যৌথ বাহিনী বাজারঘাটা ও উত্তর আদর্শগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় দু’জনকে আটক করা হয়।
কক্সবাজারের জননিরাপত্তা ও পর্যটকদের সুরক্ষায় যৌথ বাহিনীর নজরদারি আগের চেয়ে আরও জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি ও অন্যান্য বাহিনী শহরের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করছে। যৌথ বাহিনীর সক্রিয় উপস্থিতির কারণে কক্সবাজারে এখন পর্যন্ত বড় কোনো নাশকতামূলক ঘটনা ঘটাতে পারেনি ফ্যাসিস্ট সরকারের সহযোগীরা। ভবিষ্যতে এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে কঠোর তৎপরতা অব্যাহত থাকবে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।
পড়ুন- কমপ্লিট শাটডাউনকে ঘিরে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ, সড়কে আগুন


