১৪/০১/২০২৬, ২৩:১৭ অপরাহ্ণ
20 C
Dhaka
১৪/০১/২০২৬, ২৩:১৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কক্সবাজারে অপহৃত সিলেটের ৬ শ্রমিক পাহাড় থেকে উদ্ধার

কক্সবাজারে রাজমিস্ত্রীর কাজ করতে গিয়ে নিখোঁজ সিলেটের জকিগঞ্জ উপজেলার বাসিন্দা সেই ছয়জনকে টেকনাফের পাহাড় থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে টেকনাফের রাজারছড়া পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়।
তারা হলেন- জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের ফারুক আহমদের ছেলে মারুফ আহমদ (১৮), আজির উদ্দিনের ছেলে শাহিন আহমদ (২১), মৃত লুকুছ মিয়ার ছেলে রশিদ আহমদ (২০), সফর উদ্দিনের ছেলে খালেদ হাসান (১৯) ও মৃত সরবদির ছেলে আব্দুল জলিল (৫৫) ও মৃত দুরাই মিয়ার ছেলে এমাদ উদ্দিন (২২)।
টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

অপহৃত রশিদের ভাই আব্দুল বাছিত বলেন, রশিদ কয়েক বছর থেকে চট্টগ্রাম এবং কক্সবাজারের এক ঠিকাদারের অধীনে কাজ করতো আমার ভাই। বিভিন্ন সময়ে বাড়িতে আসা যাওয়া ছিল তার। এবার কক্সবাজার যাওয়ার পর থেকে রশিদসহ সঙ্গে থাকা সবার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। আমরা খুব চিন্তিত ছিলাম, কারণ টেকনাফ অপহরণ এবং মানবপাচার প্রবণ এলাকা।
টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, সিলেটের জকিগঞ্জ থেকে কাজের সন্ধানে আসা ছয় নির্মাণশ্রমিক টেকনাফের রাজারছড়া এসে অপহৃত হয়। বিষয়টি টেকনাফ থানা পুলিশ অবগত হওয়ার পর অপরাধীদের অভয়ারণ্য রাজারছড়ার পাহাড়ের পাদদেশে রাত সাড়ে ৮টায় রুদ্ধশ্বাস অভিযান চালায়।

এ সময় রাজারছড়ার পাহাড়ের ভেতর থেকে অক্ষত অবস্থায় ছয় নির্মাণশ্রমিককে উদ্ধার করে পুলিশ। অভিযান টের পেয়ে অপহরণকারী চক্র পালিয়ে যায়। এদিকে টেকনাফের রাজারছড়া এলাকাটি হচ্ছে মানবপাচার ও অপহরণকারীদের গোপন আস্তানা। আটদিন ধরে নিখোঁজ সিলেটি শ্রমিকরা মানবপাচার ও অপহরণকারী চক্রের ফাঁদে পড়ে। ইতোমধ্যে উখিয়া-টেকনাফের স্থানীয় সন্ত্রাসী ও রোহিঙ্গা অস্ত্রধারীদের নিয়ে গড়ে উঠা অপহরণকারী চক্রটি বিগত ৫ মাসে প্রায় ৫০জনকে মুক্তিপণের আশায় অপহরণ করে। এদের মধ্যে মুক্তিপণ না পেয়ে অনেকে খুন হন। অপহরণের শিকার বেশির ভাগই লাখ লাখ টাকা মুক্তিপণ দিয়ে বাঁচে।


উল্লেখ্য, গত ১৫ এপ্রিল কক্সবাজার জেলায় কাজের সন্ধানে এসে সিলেটের জকিগঞ্জ উপজেলার একই গ্রামের ছয়জন শ্রমিক নিখোঁজ হয়। তারা পেশায় সবাই রাজমিস্ত্রী। আট দিন ধরে নিখোঁজ থাকা শ্রমিকরা সবাই এদিন কাজের সন্ধানে জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্য বের হয়েছিলেন।

পড়ুন: কক্সবাজারে ঘুরতে গিয়ে সড়কে নিহত ঝিনাইদহের দম্পতি, গ্রামে শোকের ছায়া

দেখুন: ঈদের তৃতীয়দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন