১৫/০১/২০২৬, ৩:০১ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০১/২০২৬, ৩:০১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কক্সবাজার থেকে অপহৃত ৩ জন উদ্ধার, গ্রেপ্তার ১

কক্সবাজার মেডিকেল কলেজের পেছনের পাহাড় থেকে তিন অপহৃত কিশোরকে উদ্ধার করেছে র‍্যাব-১৫। এ সময় এক অপহরণকারীকে আটক করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই হানিফ পরিবহনের বাসে করে মোঃ সাইদুল ইসলাম জিহাদ তার দুই বন্ধু মিজবাহ উদ্দিন ও ওবাদুল ইসলাম মুন্নাকে নিয়ে কক্সবাজার ঘুরতে আসে। সেদিন রাত ৮টার দিকে কক্সবাজার বাস টার্মিনাল থেকে কলাতলী বীচের উদ্দেশ্যে ব্যাটারিচালিত অটোরিকশায় উঠলে ৪নং পলাতক আসামি তারেকসহ আরও ৪-৫ জনের একটি চক্র তাদের অপহরণ করে।

অপহরণকারীরা তিন বন্ধুকে একটি অজ্ঞাত পাহাড়ে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে শারীরিক নির্যাতন চালায় এবং তাদের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় মিজবাহ উদ্দিনের মা কর্ণফুলী থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরে ভিকটিমদের স্বজনরা র‍্যাব-১৫ অধিনায়কের কাছে লিখিত অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে র‍্যাব-১৫ এর সিপিএসসি ক্যাম্পের একটি দল তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন স্থানে অভিযান চালায়। বুধবার (১৭ জুলাই) রাতে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ফুটখালী এলাকায় মেডিকেল কলেজের পেছনের পাহাড় থেকে হাত-পা বাঁধা অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়।

এসময় অপহরণকারীরা পালানোর চেষ্টা করলে মোঃ রিয়াদ (১৯) নামের এক যুবককে আটক করে র‍্যাব। ঘটনাস্থল থেকে দুটি ছেঁড়া গামছার অংশ ও একটি ভাঙা কেচি জব্দ করা হয়েছে।

আটক মোঃ রিয়াদের বাড়ি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ জানারঘোনা এলাকায়।

পরে উদ্ধার হওয়া তিন কিশোর ও আটক আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: কক্সবাজার সৈকতে ফের স্কুলছাত্রের মৃত্যু

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন