কক্সবাজারে সদর হাসপাতালে চিকিৎসককে মারধর এবং ভাংচুরের প্রতিবাদে সর্বাত্মক কর্মবিরতি চলছে। তবে জরুরি বিভাগের চিকিৎসা সেবা সীমিত আকারে অব্যাহত থাকলেও ওয়ার্ডে কোন ধরণের চিকিৎসা সেবা না দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারন জনগণ।
সদর হাসপাতালের সিসিইউ বিভাগে চিকিৎসাধীন আব্দুল আজিজ নামের এক রোগীর মৃত্যু হয়। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে দাবি করে স্বজনরা হাসপাতালে ভাংচুর ও কর্তব্যরত চিকিৎসক ব্যাপক মারধর চালায়। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাত থেকে সর্বাত্বক কর্মবিরতি শুরু করে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারিরা।
জরুরি বিভাগে সীমিত আকারে চালু থাকলেও ওয়ার্ডে কোন ধরণের চিকিৎসা সেবা না থাকায়, হাসপাতালে ভর্তি থাকা সাড়ে ৫ শতাধিকসহ নতুন রোগী অন্যত্রে চলে যান। এতে রোগি ও স্বজনরা দুর্ভোগে পড়েছেন।
এদিকে ঘটনায় জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার ও নিরাপত্তাসহ ৩ দফা দাবিতে কর্মবিরতির দ্বিতীয়দিনে মানববন্ধন কর্মসূচী পালন করছেন আন্দোলনকারীরা।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মং টিং ঞ্চো জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ মামলার সিদ্ধান্ত নিয়েছে।
ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।