18 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

কমলার দিকে ভারী হচ্ছে জনসমর্থন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস জনসমর্থনে তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে ছাড়িয়ে এগিয়ে যাচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের টেলিভিশন নেটওয়ার্কগুলোর জরিপে এমন চিত্র উঠে এসেছে।

রোববার এনবিসি নিউজের জরিপের ফল প্রকাশিত হয়েছে। তাতে দেখা গেছে, জনসমর্থনে হ্যারিস ট্রাম্পের চেয়ে পাঁচ শতাংশ পয়েন্টে এগিয়ে আছেন।

হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হওয়ার পর থেকে জরিপে অংশগ্রহণকারীরা তার প্রতি বেশি অনুকূল মনোভাব দেখাচ্ছেন।

প্রার্থী হওয়ার পর থেকে কমলা হ্যারিসের বিষয়ে তাদের মনোভাব কী, এমন প্রশ্নের উত্তরে জরিপে অংশ নেওয়া এক হাজার নিবন্ধিত ভোটারের মধ্যে ৪৮ শতাংশ ইতিবাচক ছিলেন, কিন্তু জুলাইয়ে তা ৩২ শতাংশ ছিলো।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৯/১১ এর পর থেকে এনবিসির করা রাজনীতিকদের রেটিংয়ে এটিই সবচেয়ে বড় উল্লম্ফন।

অপরদিকে জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪০ শতাংশ ট্রাম্পের বিষয়ে ইতিবাচক ছিলেন, জুলাইয়ে যা ৩৮ শতাংশ ছিলো।

এনবিসি জানিয়েছে, সেপ্টেম্বরের ১৩ থেকে ১৭ তারিখের মধ্যে জরিপটি পরিচালিত হয়েছে আর এর ভুলের মাত্রা ৩ শতাংশ পয়েন্ট।

সিবিএস নিউজের আরেক জরিপে দেখা গেছে, জনসমর্থনে হ্যারিস ট্রাম্পের চেয়ে চার শতাংশ পয়েন্টে এগিয়ে আছেন। দুই শতাংশ পয়েন্ট এদিক ওদিক হতে পারে এমন মাত্রার ভুলসহ হ্যারিসের প্রতি সমর্থন জানিয়েছেন ৫২ শতাংশ আর ট্রাম্পের প্রতি ৪৮ শতাংশ।

সেপ্টেম্বরের ১৮ থেকে ২০ তারিখের মধ্যে সিবিএসের চালানো জরিপে তিন হাজার ১২৯ জন নিবন্ধিত ভোটার অংশ নেন আর তাতে হ্যারিস দুই শতাংশ পয়েন্টে এগিয়ে ছিলেন।

এর আগে আগস্টে করা জরিপে দুই প্রার্থীর জনসমর্থন ৫০-৫০ শতাংশ পাওয়া গিয়েছিলো। কিন্তু দুই প্রার্থীর ১০ সেপ্টেম্বরের বিতর্কের পর থেকেই হ্যারিসের জনসমর্থন শুরু করে বলে জরিপে ধারণা পাওয়া গেছে।

সবগুলো জরিপেই আভাস পাওয়া গেছে, যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন