27 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪
বিজ্ঞাপন

কমলা হ্যারিস আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেটিক প্রার্থী মনোনীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন কমলা হ্যারিস। দলীয় প্রতিনিধিদের ভোটে শুক্রবার (২ আগস্ট) বিকেলে দুই হাজার ৩৫০ জন প্রতিনিধির সমর্থন পেয়ে, মনোনয়ন নিশ্চিত করেন তিনি।

ফলে নভেম্বরে হতে যাওয়া নির্বাচনে, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ভোটের লড়াইয়ের মাঠে দেখা যাবে কামালা হ্যারিসকে। তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ ও ভারতীয় আমেরিকান হিসেবে যুক্তরাষ্ট্রের প্রধান কোনো রাজনৈতিক দলের টিকিটে, প্রেসিডেন্ট নির্বাচন করতে যাচ্ছেন।

মনোনীত হওয়ার পর, টেলিফোনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কমলা বলেন, প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রতিনিধিরা তাকে পছন্দ করায় তিনি সম্মানিত বোধ করছেন। আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর মনোনয়ন গ্রহণ করবেন হ্যারিস। আর চলতি মাসের শেষ দিকে শিকাগোতে দলীয় সম্মেলনে যোগ দেবেন।

এর আগে, গত মাসে প্রেসিডেন্ট জো বাইডেন সরে যাওয়ার ঘোষণা দিয়ে ডেমোক্রেট প্রার্থী হিসেবে কমলা হ্যারিসকে সমর্থন জানান।

-বিজ্ঞাপন-
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন