পদোন্নতিতে কোটার প্রতিবাদে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান নেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। খবরে তাৎক্ষণিক বৈঠকে বসেন জনপ্রশাসন সচিব।
উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমাতে জনপ্রশাসন সংস্কার কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে এবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছেন প্রশাসন ক্যাডারেরা। দুপুরে দল বেঁধে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান নেন তারা।
পরে জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান বৈঠকে বসেন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সাথে।
বৈঠক শেষে তিনি বলেন, জনপ্রশাসন সংস্কার একটি চলমান প্রক্রিয়া।
এছাড়া সংস্কারে বিষয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত যে কেউ সুপারিশ দিতেই পারবে বলেও জানান জনপ্রশাসন সচিব ।
টিএ/