23 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

কলকাতা নাইট রাইডার্সকে হারালো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

কলকাতার ইডেন গার্ডেন্সে বিরাট কোহলি ও ফিল সল্টের আগ্রাসী হাফ সেঞ্চুরিতে ১৭৫ রানের লক্ষ্যকে ছেলেখেলা করে কলকাতা নাইট রাইডার্সকে হারালো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

শনিবার (২২ মার্চ) আইপিএল ২০২৫ -এর উদ্বোধনী ম্যাচে ২২ বল হাতে রেখে ৭ উইকেটে বিজয় ছিনিয়ে আনে রজত পতিদারের দল।

টসে জিতে বোলিং নিয়ে কলকাতাকে ৮ উইকেটে ১৭৪ রানে আটকে দেয় বেঙ্গালুরু। স্বাগতিকদের হয়ে টপ অর্ডারের দুই ব্যাটার সুনীল নারিন ও আজিঙ্কা রাহানে ঝলক দেখান। তবে তাদের ছাপিয়ে গেছে বেঙ্গালুরুর ওপেনিং জুটি। স্বাগতিক দর্শকদের মন ভেঙে ১৬.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৭ রান করে ছিনিয়ে নেয় জয়ের মুকুট।

যদিও কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানের ৩১ বলে ৫৬ রান এবং সুনীল নারাইন ২৬ বলে ৪৪ রানের দুর্দান্ত ইনিংস অনেকটাই আশা জাগিয়েছিল জয়ের। কিন্তু বিরাট কোহলির অপরাজিত ৩৬ বলে ৫৯ রান এবং সল্টের ৩১ বলে ৫৬ রানের দুর্দান্ত ইনিংস কেকেআর -কে শুরুতেই অনেক বড় ধাক্কা দেয়।

এর আগে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টাদশতম আসরের পর্দা উঠেছিল শনিবার কলকাতার ইডেন গার্ডেনসে। স্বাগতিক কেকেআর ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে শুরু হয় এবারের আসর। ২০০৮ সালে অনুষ্ঠিত আইপিএলের প্রথম আসরের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল এ দু’দল।

পড়ুন : জমকালো আয়োজনে আইপিএলের উদ্বোধন করলেন শাহরুখ খান

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন