১৪/০১/২০২৬, ৫:২৯ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১৪/০১/২০২৬, ৫:২৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কলকাতার নায়িকা আউট, বন্ধ শুটিং— আসলে কী ঘটছে শাকিবের প্রিন্স সিনেমায়?

মেগাস্টার শাকিব খানের আগামী ঈদের সিনেমা ‘প্রিন্স’ নিয়ে সদ্যই উঠেছে কয়েকটি গুঞ্জন। কলকাতার নায়িকা বাদ পড়া থেকে শুরু করে শুটিং বন্ধ হওয়া- এমন বেশ কিছু গুঞ্জনে যখন সিনেপ্রেমীরা দ্বিধাবিভক্ত, ঠিক তখনই মুখ খুলল নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান। 

বিজ্ঞাপন

আগামী ঈদের অন্যতম আলোচিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে দুই নায়িকার থাকার কথা। একজন তাসনিয়া ফারিণ নিশ্চিত হলেও দ্বিতীয় নায়িকা নিয়ে চলছিল নানা জল্পনা। কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর নাম শোনা গেলেও তিনি একে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন।

আবার এও শোনা যাচ্ছে, বর্তমান পরিস্থিতির কারণে কলকাতার কোনো নায়িকার পরিবর্তে দেশীয় অভিনেত্রী সাবিলা নূরকে এই প্রজেক্টে যুক্ত করা হতে পারে। গত ঈদে ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব-সাবিলা রসায়ন বেশ প্রশংসা কুড়িয়েছিল, তাই ভক্তদের একটি বড় অংশ সাবিলাকেই আবারও শাকিবের বিপরীতে দেখতে চাইছেন।

শুধু তাই নয়, ভারতের সঙ্গে ভিসা জটিলতার কারণে শুটিং পিছিয়ে যাওয়া এবং ছবিটির মুক্তি অনিশ্চিত— এমন খবরেও উত্তাল সোশ্যাল মিডিয়া। ফলে দর্শক ও সিনেভক্তদের একাংশের মাঝে বেশ হতাশা দেখা যায়। এমন সময়ে সব জল্পনায় জল ঢেলে দিল প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস। এক বিবৃতিতে তাদের স্পষ্ট বার্তা, ‘প্রিন্স’ সিনেমা নিয়ে চারপাশে নানা গুঞ্জন ছড়িয়েছে; যা আদতে গুজব ছাড়া কিছুই নয়। ‘প্রিন্স’ টিম শুরু থেকেই তাদের আপডেট দিয়ে এসেছে। চলমান পরিস্থিতিতে বিভিন্ন প্রতিবন্ধকতা উতরে ‘প্রিন্স’ টিম এগিয়ে যাচ্ছে। আগামী ৬ জানুয়ারি ‘প্রিন্স’ টিম শুটিংয়ে যাচ্ছে। সুবিধামতো সময়ে ফার্স্টলুক, পোস্টার প্রকাশ করা হবে। 

সঙ্গে এই বার্তা সামাজিক মাধ্যমে শেয়ার করেন নির্মাতা আবু হায়াত মাহমুদও। 

‘প্রিন্স’ সিনেমাটি নব্বই দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ড-এর গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে। ক্রাইম, অ্যাকশন, লাভ আর ইমোশনের মিশেলে তৈরি এই ছবিটির প্রথম পোস্টার গত বছরই দর্শকদের মাঝে ব্যাপক ঝড় তুলেছিল। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরেই বড় পর্দায় মেগাস্টার শাকিব খানের ‘প্রিন্স’ অবতার দেখা যাবে।

পড়ুন: অপূর্বর নামে মিথ্যা প্রচারণা, সতর্ক করে কী বললেন অভিনেতা

দেখুন: রাজ-মিমের পরকীয়ার গুঞ্জন! অগ্নিশর্মা পরী; কী বললেন মিম

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন