নারায়ণগঞ্জে আলোচিত কলেজ ছাত্র ওয়াজেদ আলম সীমান্ত হত্যায় অভিযুক্ত অনিক নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
অনিক নারায়ণঞ্জ শহরের নয়ামাটি এলাকার নয়ন ওরফে মরু সাহার ছেলে। মঙ্গলবার রাতে অনিককে নগরীর সুকুমপট্টি এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে পুলিশের তালিকাভুক্ত একজন ছিনতাইকারী ও সন্ত্রাসী। অনিকের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ মোট ৮টি মামলা রয়েছে। এরমধ্যে দুইটিতে গ্রেফতারী পরোয়ানাও ছিলো।
আলোচিত কলেজ ছাত্র সীমান্ত হত্যাকারী অনিক গ্রেফতার:
এরপরে, বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের অভিযানের বিস্তারিত জানান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। পুলিশ সুপার জানান, সীমান্তকে আঘাত করে ছিনিয়ে নেয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সেই সাথে হত্যাকাণ্ড ব্যবহৃত সুইচ গিয়ারও জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
সংবাদ সম্মেলনে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও নিহত সীমান্তের বাবা হাজী পারভেজ আলমও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের ছাত্র ওয়াজেদ আলম সীমান্ত গত ১২ ডিসেম্বর ভোরে দেওভোগ এলাকায় ছিনতাইকারীদের ছুরির আঘাতে গুরুতর আহত হয়। দুইদিন চিসিৎসাধীন থাকার পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায় সীমান্ত। এ ঘটনায় সীমান্তের বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
টিএ/