23.2 C
Dhaka
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

শীতে কাঁপছে দিনাজপুরের মানুষ

তীব্র শীতে কাঁপছে দিনাজপুরের জনপদ। বৃষ্টির মতো ঝরছে শিশির আর ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে এ জেলা। 

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।  

গত তিনদিন ধরে এ জেলায় শীতের তীব্রতা বেড়েছে। সেইসঙ্গে যোগ হয়েছে হিমেল বাতাস আর ঘন কুয়াশা। যার জন্য দেখা মিলছে না সূর্যের। সড়ক-মহাসড়কে সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।

সন্ধ্যা নামার সাথে সাথে বাতাশের সঙ্গে শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে এ জেলার। তাপমাত্রা কম ও হিমেল হাওয়ার প্রভাবে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।

হিম শীতল হাওয়ায় নিম্ন ও স্বল্পব আয়ের শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে। 

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, বৃহস্পতিবার সকাল ৬টায় দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা  রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩ কিলোমিটার।

এনএ/

দেখুন: পৌষের শীতে কাঁপছে দেশ, আসছে শৈত্যপ্রবাহ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন