25.6 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫

কাউখালীতে ইটভাটার মালিককে ৬ মাসের কারাদণ্ড

রাঙামাটির কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের আমছড়ি গাড়িছড়া এলাকায় পাহাড় কাটার দায়ে ইটভাটা মালিককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ১০ হাজার জরিমানা করা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে মেসার্স জেবিএম ব্রিকস এবং মেসার্স ইউবিএম ব্রিকসের মালিক মো. সিরাজুল ইসলামকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আতিকুর রহমান।

এসময় কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আওয়ালীন খালেক, পরিবেশ অধিদপ্তর রাঙামাটি জেলার সহকারী পরিচালক মো. মমিনুল ইসলাম, পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক, কাউখালী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও কাজী আতিকুর রহমান বলেন, কাউখালী উপজেলার এক ব্যক্তি দুইটি ইটভাটার জন্য একটি পাহাড়ের মাটি কিনে নেয়। পরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পড়ুন : সাফ বিজয়ী কন্যাদের রাঙ্গামাটির সংবর্ধনা শনিবার, থাকছে বর্ণাঢ্য আয়োজন

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন