নারায়ণগঞ্জ-৩ আসনের (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) ১০ দলীয় জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা মার্কার এমপি প্রার্থী শাহ জাহান শিবলী সোনারগাঁও উপজেলার কাচঁপুর ইউনিয়নের বিভিন্ন বাজার, পাড়া ও মহল্লায় গণসংযোগ করেছেন।
বিজ্ঞাপন
সকালে কাচঁপুরে গণসংযোগকালে সংক্ষিপ্ত বক্তব্যে শাহ জাহান শিবলী বলেন, “আমি ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার আদায়ের জন্য নির্বাচন করছি। দুর্নীতি, চাঁদাবাজি ও দুঃশাসনের বিরুদ্ধে রিকশা মার্কায় ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানাই।”
তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ নির্বাচিত হলে এলাকার শিক্ষা, কর্মসংস্থান ও নৈতিক সমাজ গঠনে কাজ করবো।”
গণসংযোগে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
পড়ুন- খাগড়াছড়িতে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিজিবির সংবাদ সম্মেলন


