29.4 C
Dhaka
বুধবার, এপ্রিল ৯, ২০২৫

কাজী হায়াতের সঙ্গে দুর্ব্যবহার শাকিব ভক্তদের; ওমর সানী বললেন, ‘দুঃখজনক’

শাকিব খানের অভিনীত সিনেমা ‘বরবাদ’ নিয়ে চলমান জটিলতা অবশেষে মুক্তির অনুমতি পেয়ে গেছে। তবে মুক্তির এই সিদ্ধান্ত আসার পর ছবিটি নিয়ে বেশ কিছু বিতর্ক সৃষ্টি হয়েছে। সিনেমার প্রদর্শনী ২৫ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়ার পর, সেটি নিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। মঙ্গলবার ছবির প্রদর্শন দেখতে গিয়ে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী হায়াত শাকিব খানের ভক্তদের রোষানলে পড়েন।

সিনেমার প্রদর্শন শেষে কাজী হায়াত যখন বের হচ্ছিলেন, তখন তার গাড়ি গেটের সামনে আটকে রাখে শাকিব খানের ভক্তরা।

তারা তাকে ঘিরে স্লোগান দেয়, “তুমি কে আমি কে, শাকিবিয়ান, শাকিবিয়ান।” এই সময় কাজী হায়াত গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও, ভক্তদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে এই ঘটনার প্রতিবাদ জানান কাজী হায়াতের ছেলে, চিত্রনায়ক কাজী মারুফ। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নিন্দা জানান এবং এটিকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেন।

এই ঘটনার পর চিত্রনায়ক ওমর সানীও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন। তিনি লিখেছেন, “কাজী হায়াত কিংবদন্তির নাম। যদিও তার সঙ্গে আমার কোনো ছবি নেই, তবে তাকে শ্রদ্ধা করি। উনার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, সেটা খুবই দুঃখজনক।” তিনি আরও যোগ করেন, “আমার কাছে মনে হয়েছে এটি ইনটেনশনালি করা হয়েছে।” তার কথায়, সম্মান সব সময় গুরুত্বপূর্ণ এবং কোনো জোর শব্দ এক人的 নয়।

এদিকে, শাকিব খানের ভক্তরা চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সামনে ‘বরবাদ’ সিনেমার আনকাট সেন্সরের দাবিতে মানববন্ধন করেন। তারা দাবি করেন, ‘বরবাদ’ সিনেমাটি অবিলম্বে মুক্তি দিতে হবে, কোন শর্ত ছাড়াই। এ সময় তারা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে দাঁড়িয়ে তাদের দাবি জানান।

এই ঘটনায় নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কিছু মানুষ শাকিব খানের পক্ষ নিয়ে মন্তব্য করেছেন, আবার অনেকে কাজী হায়াতের প্রতি সম্মান জানিয়ে তার সঙ্গে এমন আচরণকে অযৌক্তিক বলে উল্লেখ করেছেন। অনেকের মতে, একজন প্রবীণ নির্মাতার সঙ্গে এমন আচরণ মোটেও কাম্য নয়।

এভাবে চলতে থাকা বিতর্কের পর ‘বরবাদ’ ছবিটি অবশেষে মুক্তি পেয়েছে এবং এখন তা সিনেমা প্রেমীদের জন্য দর্শনের অপেক্ষায় রয়েছে।

পড়ুন: শাকিব খানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে যা বললেন অপু বিশ্বাস-বুবলী

দেখুন: শাকিব খানের বাড়িতে মধ্যরাতে হামলা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন