১৫/০১/২০২৬, ১৩:৩০ অপরাহ্ণ
22 C
Dhaka
১৫/০১/২০২৬, ১৩:৩০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কানে ইতিহাস গড়ল বাংলাদেশের ‘আলী’

বাংলাদেশের নির্মাতা আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ ফ্রান্সে পেল বিশেষ স্বীকৃতি। বিশ্বের অন্যতম সেরা চলচ্চিত্র আসর কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৮তম আয়োজনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে এটি পেয়েছে স্পেশাল মেনশন। গতকাল শনিবার উৎসবের সমাপনী দিনে এই ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন


গত বৃহস্পতিবার উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে দেখানো হয় সিনেমাটি। তখনই এটি প্রশংসিত হয়।

এতে অভিনয় করেছেন আল-আমিন। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র আলী—উপকূল অঞ্চলের এক কিশোর, যে বেড়ে উঠেছে সমাজের এক কঠোর প্রথার ভেতর। যেখানে নারীদের গান গাওয়াকে অপমান হিসেবে দেখা হয়, সেখানে আলী নিজেই অংশ নিতে চায় একটি গানের প্রতিযোগিতায়। এই সরল আকাঙ্ক্ষার আড়ালে আছে এক দীর্ঘ সাংস্কৃতিক নিষেধাজ্ঞা, যা প্রশ্ন তোলে লিঙ্গবৈষম্য, পরম্পরা ও ব্যক্তি স্বাধীনতার সীমারেখা নিয়ে।

ছবির মূল কারিগর নির্মাতা আদনান আল রাজীব। দেড় যুগ ধরে টিভি বিজ্ঞাপন ও বিভিন্ন নির্মাণে কাজ করছেন। ১৫ মিনিটের সিনেমা ‘আলী’ ছবির শুটিং প্রসঙ্গে আদনান জানান, গত বছরের ডিসেম্বরে সিলেটের বিভিন্ন লোকেশনে শুটিং করেছেন তাঁরা। টানা পাঁচদিন কাজ করে শুটিং শেষ করেন।

পড়ুন: কান উৎসবের পর্দায় দেখানো হলো বাংলাদেশের ‘আলী’

দেখুন: কেন কানে যাওয়ার ভিসা পেলেন না জায়েদ-নিপুণ?

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন