কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরের জন্য মনোনয়ন পাওয়া সিনেমাগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে ১১ এপ্রিল। প্রথমবারের মতো কানে অংশ নিচ্ছে সৌদি আরবের সিনেমা ‘নোরা’। এটি পরিচালনা করেছেন তৌসিফ আলজায়েদি। সিনেমায় উঠে এসেছে শিল্প ও চিত্রকর্ম নিষেধ থাকা সৌদি রক্ষণশীল সমাজের গল্প। একজন সংগ্রামী মেয়ের ভূমিকায় অভিনয় করে সেই সময়ের বাস্তবতার চিত্র তুলে ধরেছেন মারিয়া বাহরাভি।
সংবাদ সম্মেলনে উৎসব পরিচালক থিঁয়েরি ফ্রেমো মনোনয়নের তালিকা প্রকাশ করেন। মূল শাখায় ২৮টি সিনেমার নাম ঘোষণা করা হয়। উদীয়মান পরিচালকদের সিনেমার শাখা ‘আঁ সার্তে রিগা’ বিভাগে ১৫টি, মিডনাইট স্ক্রিনিং বিভাগের ৪টি, আউট অব কমপিটিশন বিভাগের ৩টি ও কানস প্রিমিয়ার শাখার ৬টি সিনেমার মনোনয়ন ঘোষণা করা হয়। এ বছর কান উৎসবে দুই হাজারের বেশি সিনেমা জমা পড়ে। দক্ষিণ ফ্রান্সের কান শহরের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উৎসবের উদ্বোধন হবে ১৪ মে। উৎসব চলবে ২৫ মে পর্যন্ত।
মূল প্রতিযোগিতা বিভাগে মনোনয়ন পাওয়া সিনেমাগুলো হলো-
‘মোটেল ডেস্টিনো’: পরিচালক, কারিম আইনুজ
‘বার্ড’: পরিচালক, আন্দ্রে আর্নল্ড
‘এমিলিয়া পেরেজ’: পরিচালক, জ্যাকুয়িজ এডিয়ার্ড
‘এনোরা: পরিচালক’, শন বেকার
‘দ্য শ্ররাউডস’: পরিচালক, ডেভিড ক্রনেনবার্গ
‘দ্য সাবসট্যান্স’: পরিচালক, কোরালি ফার্গেট
‘গ্র্যান্ড ট্যুর’: পরিচালক, মিগুয়েল গোমেজ
‘মার্সেলো মিয়ো: পরিচালক, ক্রিস্টফি হনার
‘কট বাই দ্য টাইডস’: পরিচালক, জি জিয়াং-কে
‘অল উই ইমাজিন অ্যাস লাইট’: পরিচালক, পায়েল কাপাডিয়া
‘কাইন্ডস অব কাইন্ডনেস’: পরিচালক, হয়োগস ল্যান্থিমোস
‘লা’আমর ওউফ’: পরিচালক, গিলিস লেল্লোচি
‘ওয়াইল্ড ডায়মন্ড’: পরিচালক, আগাতি রিডিনজার
‘ওহ, কানাডা’: পরিচালক, পল সেহরাডার
‘লিমিনভ-দ্য ব্যালাড’: পরিচালক, ক্রিরিল সেরেবেরেনিকভ
‘পার্থেনভ’: পরিচালক, পাওলো সরেনটিনো
‘দ্য গার্লস উইথ দ্য নিডেল’: পরিচালক, ম্যাগনাস ভন হর্ন