গত সরকার উন্নয়নের নামে কোটি টাকা খরচ করলেও যাত্রীদের সেবার মানে নজর দেয়নি। এমন মন্তব্য করেন রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান।
দুপুরে পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিক কারখানা পরিদর্শন শেষে রেলপথ উপদেষ্টা এ কথা বলেন।
তিনি বলেছেন, বিগত সরকার প্রয়োজন না থাকলেও ব্যক্তিকে খুশি করতে গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে বাহারি রেল স্টেশন তৈরি করেছে। ১০ হাজার কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী টানেল নির্মাণ করলেও এখন কোনো যানবাহন চলাচল করে না।
এসময় তিনি আরও বলেন, যাত্রী সেবা বৃদ্ধি করতে নতুন করে পরিকল্পনা গ্রহণ করা হবে। জনবল সংকটসহ রেলের উন্নয়নে নতুন করে চিন্তা ভাবনা করা হবে। এরপর তিনি লোকোমোটিভ কারখানা ও রেলের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
টিএ/