কারফিউয়ের মাঝে তীব্র যানজটে নাকাল নগরবাসী। সকাল থেকে রাজধানীজুড়েই দেখা গেছে এমন পরিস্থিতি। এদিকে, দূরপাল্লার বাস চালু হলেও, এখনো ট্রেন বন্ধ। আগাম টিকিট কিনে বিপাকে পড়েছেন যাত্রীরা। সব মিলিয়ে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ।
কারফিউয়ের মাঝে বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত অফিস টাইমের দ্বিতীয় দিন। সকাল ১০টার আগেই ঘর থেকে রাস্তায় রাজধানীবাসী।
সড়কে হঠাৎ অতিরিক্ত যানবাহনের চাপ। গতকালের চেয়ে গণপরিবহনও দেখা গেছে বেশি। রাজধানীর প্রধান প্রধান সড়কে দেখা দেয় তীব্র যানজট। উত্তরা থেকে বিমানবন্দর-বনানী সড়কে গাড়ির দীর্ঘ সারি।
যানবাহন পেতে দেরি হওয়ায় এবং যানজটে পড়ে অনেকে সময়মতো কর্মস্থলে পৌঁছাতে পারছেন না। কখন পৌঁছাতে পারবেন, তা নিয়ে উৎকণ্ঠার কথা জানান তারা।
বিমানবন্দর রেলস্টেশনের সিগন্যাল অপারেটর জুয়েল রানা জানান, আজ থেকে স্বল্প দূরত্বের কিছু লোকাল ট্রেন চলাচলের কথা থাকলেও, কর্তৃপক্ষের নির্দেশে তা বন্ধ রয়েছে।
রেল যোগাযোগ বন্ধ থাকায়, যারা অগ্রিম টিকিট কেটেছিলেন, তারা পড়েছেন বিপাকে।
এদিকে, গতকাল থেকেই স্বল্প পরিসরে চলছে দূরপাল্লার বাস। পরিস্থিতি স্বাভাবিক হলে সারা দেশে পুরোদমে বাস চলাচল শুরু হবে, জানিয়েছে পরিবহন মালিক সমিতি।