নরসিংদী জেলা কারাগার থেকে পালানো ৯ জঙ্গীর মধ্যে, আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গাজীপুরের কাপাসিয়া এলাকায় থেকে জুয়েল ভূঁইয়া নামে কয়েদিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সকালে নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। গ্রেপ্তার জঙ্গী জুয়েল ভুইয়া শিবপুর উপজেলার কাজিরচর গ্রামের বাসিন্দা।
এ নিয়ে ছিনিয়ে নেয়া ৯ জঙ্গীর মধ্যে নারী দুজনকে ঢাকা থেকে কাউন্টার টেরোরিজম ইউনিট, একজনকে নারায়ণঞ্জ থেকে র্যাব এবং অপরজনকে গাজীপুর থেকে গ্রেপ্তার করলো নরসিংদী গোয়েন্দা পুলিশ। এ পর্যন্ত উদ্ধার হয়েছে ৪৫টি অস্ত্র এবং ১ হাজার ৯১টি গুলি।