টানা ৩ কার্যদিবস উত্থানের পর আজ দেশের শেয়ারবাজারে কারেকশনে লেনদেন শেষ হয়েছে। এদিন সকাল থেকে পজেটিভ আচরণ করলেও দিনশেষে অতিরিক্ত সেল প্রেসারে সূচকের পতন হয়। তবে দৈনিক লেনদেনে ব্যাপক ইতিবাচক প্রভাব পড়েছে। ১১ কার্যদিবস পর হাজার কোটি টাকা ছাড়িয়েছে ডিএসইর লেনদেন।
এদিকে শেয়ারবাজারে স্থিতিশীলতা, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা ও পুঁজিবাজারের উপর বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে বিগত সময়ের অনিয়ম, কারসাজি ও দুর্নীতি তদন্তে কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির এরকম পদক্ষেপে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরে এসেছে। সিকিউরিটিজ হাউজ, মার্চেন্ট ব্যাংকসহ বিভিন্ন হাউজে শেয়ারবাজারকে ঘিরে বিনিয়োগকারীদের উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। যার ফলশ্রুতিতে পুঁজিবাজার গতিশীল আচরণ করছে।
জানা যায়, আজ ২ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৪ শতাংশ বা ২৫.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮০৩.৭১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৩৬.৪৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৪.১১ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ২৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২০.১৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৮ কোটি ৫৮ লাখ ৪১ হাজার ৫৬৬টি শেয়ার ২ লাখ ৩৩ হাজার ৪৬৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ৬৫ কোটি ৫৪ লাখ ৩৫ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৩ শতাংশ বা ২৪.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছিল ৫ হাজার ৮২৯.৩৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৪৫.৫৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১২৮.৮৪ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিলো ২৫৫টির, কমে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৬৫.৩৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ২৫ কোটি ৪২ হাজার ২১টি শেয়ার ২ লাখ ১৬ হাজার ৮০৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৯৩৩ কোটি ৬৩ লাখ ১৭ হাজার টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ১৩১ কোটি ৯১ লাখ ১৮ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৯ শতাংশ বা ১৬৫.৯১ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৬ হাজার ৫৯২.৭৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৫৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ১৯ লাখ ৬২ হাজার ৪১৯ টাকা।