১৫/০১/২০২৬, ১:৩৪ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০১/২০২৬, ১:৩৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কারো ধোঁকায় বিস্মিত হবেন না, ভোটারদের প্রতি মঈন খানের আহ্বান

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থায়ী সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান তার নির্বাচনী এলাকায় ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, “আপনারা সঠিক পথে থাকবেন, সৎ পথে থাকবেন, সৎ রাজনীতি করবেন। কারো ধোঁকায় পড়ে বিস্মিত হবেন না। আপনারা জানেন, ভোটের সময় প্রতারণার চেষ্টা হয়। তাই সচেতন থাকতে হবে।”

তিনি শুক্রবার সন্ধ্যায় পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েশপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জিনারদী ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মোল্লার সভাপতিত্বে দীর্ঘ ১৭ বছর পর গয়েশপুর এলাকায় ঢাকঢোল বাজিয়ে বিশাল আয়োজনে ড. আবদুল মঈন খানকে বরণ করে নেন কোমলমতি শিক্ষার্থীসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পরিবহন মালিক-শ্রমিক নেতা সারোয়ার মৃধাসহ বিএনপির সহযোগী অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, “বিগত সরকার ভুয়া নির্বাচনের মাধ্যমে অন্যায়ভাবে মানুষের মাথায় চেপে বসেছিল। তারা জনগণের উন্নয়ন না করে নিজেদের উন্নয়ন করেছে। পলাশের উন্নয়নকে ধ্বংস করেছে। মানুষের জমি দখল করেছে, সরকারি জমি বেআইনিভাবে দখল করতে দেয়াল তুলে ব্রাউন্ডারি করেছিল। আমরা বড়ই সৌভাগ্যবান, আজ তারা পালিয়ে যাওয়ায় অন্যায়-অত্যাচার, জুলুম, সংখ্যালঘুদের ওপর নির্যাতন— সবকিছু বন্ধ হয়েছে। একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে বিএনপি বিজয়ী হবে। আমি আপনাদের এলাকার প্রতিনিধি হিসেবে সবসময় পাশে আছি এবং উন্নয়নের ধারাবাহিকতায় থাকব, ইনশাআল্লাহ।”

বিজ্ঞাপন

পড়ুন: নরসিংদীতে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিক আহত, আটক ৩

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন