ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকার ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জনাব সাইফুল ইসলাম ফিরোজ, জনাব হামিদুল ইসলাম হামিদ ও মুর্শিদা জামান বেল্টু তিন প্রার্থীর কেউই মনোনয়ন না পাওয়াই নাক খত দিয়ে বিএনপি ত্যাগ করলেন সাকিব নামের এক কর্মী।
২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) কালিগঞ্জ শহরের সোনালী ব্যাংকের পিছনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাকিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ঝিনাইদহ ০৪ নির্বাচনী এলাকার একজন সক্রিয় কর্মী। সাম্প্রতি এ আসনে বিএনপি থেকে তিনজন হেভিওয়েট প্রার্থী থাকা সত্ত্বেও গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান কে প্রার্থী করায় নাক খত দিয়ে তিনি বিএনপি ত্যাগ করেছেন।
এ বিষয়ে সাকিব জানান, বিএনপি’র দুঃসময়ে এ আসনের তিনজন হেভি ওয়েট প্রার্থী বিএনপি নেতাকর্মীদের সুখে-দুখে পাশে থেকেছেন। তাদের খোঁজখবর রেখেছেন। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র তিনজন প্রার্থীকে মনোনয়ন না দেওয়াই ক্ষুব্ধ হয়ে নাক খত দিয়ে আমি বিএনপি ত্যাগ করছি। কালীগঞ্জে যদি বিএনপি তিন প্রার্থীর যেকোনো কাউকে পুনরায় মনোনয়ন দেওয়া হয় তাহলে জিয়ার আদর্শকে বুকে ধরে আবার ধানের শীষের পক্ষে কাজ করব।
সাকিব দলের হাই কমান্ড কে অনুরোধ করে জানান, এ আসনটি পুনর্বিবেচনা করে বিএনপির তিন প্রার্থীর যে কোন কাউকে যেন মনোনয়ন দেওয়া হয়।
পড়ুন : কালীগঞ্জে বেগম জিয়ার সুস্থতা কামনায় সমবেত দোয়া অনুষ্ঠিত


