18 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

‘কালো টাকা, অবৈধ অস্ত্র নিয়ে এখনও সক্রিয় আ.লীগ’

এখনো ফ্যাসিষ্ট আওয়ামী লীগের দোসরা তাদের কালো টাকা ও বেআইনি অস্ত্র নিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ সোমবার (২১ অক্টোবর) দুপুরে সাভারে ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী শহীদ শাইখ আসহাবুল ইয়ামিনের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত শেষে গণমাধ্যম কর্মীদের কাছে এ অভিযোগ করেন তিনি।

এসময় রুহুল কবির রিজভী আরো অভিযোগ করেন, গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের লোকজন গুলাগুলি করেছে। আওয়ামী লীগের লোকজন জনঅরণ্যের মধ্যে লুকিয়ে থেকে প্রয়োজন মতো বের হয়ে তারা দেশকে অস্থিতিশীল করবে, এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি বারবার চাপ দিয়ে আসছে যদি ফ্যাসিবাদের পুনর্জীবন ঘটে তাহলে এর দায় তাদের নিতে হবে।

এসময় রুহুল কবির রিজভী, এত দিন হলেও কেন বেআইনি অন্ত্র উদ্ধার করতে পারছেন না বলেও অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন