17 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

‘কালো ব্যাজে’ শোক, ‘লাল কাপড়ে’ প্রতিবাদ

কোটা আন্দোলনে সহিংসতায় নিহতদের স্মরণে কালো ব্যাজ ধারণ করে, সারা দেশে চলছে শোক। অন্যদিকে, নির্যাতনের প্রতিবাদ হয়েছে চোখে-মুখে লাল কাপড় বেঁধে। এদিকে, দেশজুড়ে ধরপাকড় অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শেরপুরে কোটা আন্দোলনে সহিংসতায় নিহতদের স্মরণে শোক পালন করেছে আওয়ামী লীগ। ধারণ করা হয় কালো ব্যাজ। নেতারা বলেন, সহিংসতা করেছে বিএনপি-জামায়াত। তাদের প্রতিরোধ করা হবে।

এদিকে, বিভিন্ন জেলায় উঠে এসেছে নির্যাতনের প্রতিবাদ। চোখে মুখে লাল কাপড় বেঁধে এই কর্মসূচি পালন করা হয়েছে হবিগঞ্জে। একই কর্মসূচি পালন করা হয়েছে টাঙ্গাইলেও।

খুলনায় ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। সড়ক অবরোধও করেন তারা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। দেশজুড়ে গুম, খুন, নির্যাতন ও আটকের প্রতিবাদ জানান তারা। এক মিনিট নিরবতা পালনও করেন তারা।

এদিকে, দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে আরও অনেককে। পুলিশের বলছে, তাদের অনেকেই বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন