কয়েকদিন থেকে দেশে যা ঘটছে তা নিয়ে আতংকের সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক স্বরণ সভায় তিনি এসব কথা বলেন। দেশে বিভাজন তৈরী করা হচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন,ধর্মকে কেন্দ্র করে উম্মদনা তৈরী করা হচ্ছে।
ফ্যাসিস্ট বিদায় হবার তিন মাস যেতে না যেতেই দেশে যা ঘটছে তা আতংকের বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব।
জাতীয় প্রেসক্লাবে এক ৯০এর গনঅভ্যুাথানে নিহত ডা.মিলন স্মরণে আলোচনায় সভায় তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে এভাবে চিন্তিত হবার কথা বলেন।
কারো নাম না বললেও মির্জা ফখরুল অভিযোগ করে বলেন কিছু মানুষ দ্বায়িত্বশীল হয়েও বিভাজনের পথ তৈরী করছে। ধর্মকে ব্যবহার করা হচ্ছে। গণমাধম্যে হামলা হচ্ছে যা আতকিংত করছে।
ছাত্র জনতার রক্তের ওপড় দিয়ে অন্তর্বতী সরকার ক্ষমতায় এসেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন,তাদের কোন কথায় যেন বিভেদ সৃষ্টি না হয় সে বিষয়ে সর্তক থাকতে হবে।
গনতন্ত্রে জন্য সবাই কে অন্যায়ের কাছে মাথা নত না করে ঐক্যবদ্ধ হবার আহবান জানান বিএনপি মহাসচিব।
টিএ/