কিশোরগঞ্জের হোসেনপুরে রাস্তা পার হওয়ার সময় অটোরিক্সার ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মাধখলা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইসমাইল (৬৮) জেলার হোসেনপুর উপজেলার দক্ষিণ মাধখলা এলাকার বড়বাড়ির মৃত ফজর আলীর ছেলে।
হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আজ দুপুরে মাধখলা চৌরাস্তা বাজারে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিক্সার সাথে ধাক্কা লাগে ইসমাইলের। ধাক্কা লাগার সাথে সাথেই মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থা উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পড়ুন : কিশোরগঞ্জে আনন্দ মিছিলে এসে বিএনপি নেতার মৃত্যু, আহত ৩


