কিশোরগঞ্জ থেকে ঢাকা ও কক্সবাজার রুটে চালু হলো ডিলাক্স’এসি বাস সার্ভিস চালু হয়েছে।
আজ সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৪টা কিশোরগঞ্জ শহরের বত্রিশ বাসস্ট্যান্ডে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই এসি বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আগে কিশোরগঞ্জ বাস সম্বন্ধে গণমাধ্যমে লেখালেখি হতো মুড়ির টিন, মুড়ির টিন, বলে তাই আমরা ৫১ সিটের গাড়ি ৪০ সিটে করেছি যাত্রীরা যেন বসতেও পারে বেগ ও নিতে পারে। কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির উদ্যোগে ৩২ বাস স্ট্যান্ড হতে কিশোরগঞ্জ–ঢাকা ও কিশোরগঞ্জ–কক্সবাজার রুটে আধুনিক ও মানসম্মত ‘কিশোরগঞ্জ ডিলাক্স’ এসি বাস সার্ভিস চালু করার সময় উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা জানালেন পরিবহন মালিক সমিতির সভাপতি আনিসুজ্জামান বাবুল।
উদ্বোধনী অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মোঃ আনিছুজ্জামান বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর মুরাদ রেজা সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক এবং কিশোরগঞ্জ–১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাজহারুল ইসলাম। তিনি ফিতা কেটে নতুন এসি বাস সার্ভিসের উদ্বোধন করেন।
বক্তারা বলেন, কিশোরগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি ছিল রাজধানী ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ রুটগুলোতে মানসম্মত এসি বাস সার্ভিস চালু করা। সেই দাবির বাস্তবায়নেই ‘কিশোরগঞ্জ ডিলাক্স’ এসি বাস সার্ভিস চালু করা হয়েছে। এই সার্ভিসের মাধ্যমে যাত্রীরা নিরাপদ, আরামদায়ক ও সময়নিষ্ঠ যাত্রীসেবা পাবেন বলে তারা আশাবাদী।
উদ্বোধনের পর প্রথম বাসের যাত্রী বলেন আমি কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া উপজেলার আঙ্গাদি থেকে এসেছি আমি অনেক আনন্দিত কিশোরগঞ্জ ৩২ বাসস্ট্যান্ড থেকে ডিলাক্স বাসের প্রথম যাত্রী হতে পারে।
ডিলাক্স বাসের চালক বলেন কিশোরগঞ্জ ৩২ বাসস্ট্যান্ড থেকে ঢাকা যাইতে যদি রাস্তায় জ্যাম না থাকলে তিন ঘন্টায় যাওয়া সম্ভব। এবং আমরা যাত্রীদের সাথে ভালো আচরণ করব।
কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটি তাদের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে জেলার বিভিন্ন রুটে বাস সার্ভিসের মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। নতুন এই এসি বাস সার্ভিস চালুর ফলে কিশোরগঞ্জ থেকে ঢাকাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ রুটে যাতায়াত আরও সহজ ও স্বস্তিদায়ক হবে বলে মনে করছেন যাত্রীরা।
অনুষ্ঠান শেষে কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও ‘কিশোরগঞ্জ ডিলাক্স’ পরিবারের পক্ষ থেকে কিশোরগঞ্জবাসীসহ সকল যাত্রীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
পড়ুন- ধানের শীষ প্রতীক পেলেন কুমিল্লার হেভিওয়েট প্রার্থী মোবাশ্বের আলম


