১৪/০১/২০২৬, ৪:৩২ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১৪/০১/২০২৬, ৪:৩২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কিশোরীর পেট থেকে অপসারণ হলো ১৫ কেজি ওজনের টিউমার!

ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ বছরের ফাতেমা নামে এক কিশোরীর পেট থেকে ১৫ কেজি ওজনের একটি টিউমার অপসারণ করেছেন চিকিৎসকরা। ফাতেমা জেলার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের বড়াইল গ্রামের নজরুল ইসলামের মেয়ে। সে শহরের কলেজপাড়ার একটি মহিলা মাদরাসার শিক্ষার্থী।

বিজ্ঞাপন

রোববার (২৭ এপ্রিল) তার অস্ত্রোপচার করে টিউমারটি অপসারণ করেন চিকিৎসকরা। এর আগে, হঠাৎ করে শরীরে অসহনীয় যন্ত্রণা আর অস্বস্তি অনুভব করলে গত এক সপ্তাহ আগে তাকে ভর্তি করানো হয় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে।

রোববার এই কিশোরীর অস্ত্রোপচার করেন হাসপাতালের গাইনী চিকিৎসক শরিফ মাসুমা ইসমত, জাকিয়া সুলতানা রুনা, সার্জারী বিশেষজ্ঞ চিকিৎসক আজহারুর রহমান তুহিন, এবং অচেতনবিদ ডা. সৈয়দ আরিফুল ইসলাম ও ডা. খোকন দেবনাথ। তারা সফলভাবে অস্ত্রোপচারের পর ফাতেমার পেট থেকে ১৫ কেজি ওজনের টিউমারটি অপসারণ করেন।

সফল অস্ত্রোপচারের পর অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এসে গাইনী কনসালটেন্ট ডা. শরিফ মাসুমা ইসমত বলেন, “ফাতেমার পেটের টিউমারটি ছিল বিরল ও বিপজ্জনক। সময়মতো অস্ত্রোপচার না করলে তার প্রাণনাশের আশঙ্কা ছিল। অত্যন্ত সতর্কতার সাথে টিউমারটি অপসারণ করা হয়েছে। এখন সে সুস্থ রয়েছে।”

হাসপাতালের আবাসিক চিকিৎসক শাহিনুর আলম বলেন, আমাদের হাসপাতালের ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য সাফল্য। ফাতেমার মতো রোগীদের বাঁচানো আমাদের মূল লক্ষ্য। আমাদের সার্জনরা সর্বোচ্চ চেষ্টা করেছে এবং সফল হয়েছে। এমন কঠিন অস্ত্রোপচারে টিমওয়ার্কই সবচেয়ে বড় শক্তি।

পড়ুন: বরগুনায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, থানায় মামলা না নেওয়ার অভিযোগ

দেখুন: বিয়ের প্রলোভনে মা হয়েছেন ১৪ বছরের কিশোরী, কিন্তু প্রেমিক এখনও উধাও! 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন