জামালপুরের ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের বেপারি পাড়ায় কুকুরের কামড়ে আহত হয়েছেন এক অসহায় ব্যক্তি। আহতের নাম রেজ্জাক আলী, যিনি ওই এলাকার রোস্তম আলীর বড় সন্তান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (৮ অক্টোবর) রাতে হঠাৎ পাড়া এলাকায় ঘুরে বেড়ানো এক বেওয়ারিশ কুকুর রেজ্জাক আলীর ওপর আক্রমণ করে। এতে তিনি হাতে ও পায়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক সেবা দেয় এবং পরামর্শ দেন দ্রুত চিকিৎসা নিতে।
পরবর্তীতে রেজ্জাক আলী পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, রেজ্জাক একজন দিনমজুর এবং পরিবারটির আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল। চিকিৎসা ব্যয় বহন করাও তাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগ,“চরগোয়ালিনীতে বেওয়ারিশ কুকুরের উপদ্রব দিনদিন বেড়েই চলেছে। কর্তৃপক্ষ যদি দ্রুত পদক্ষেপ না নেয়, আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।”
এলাকাবাসী দ্রুত কুকুর নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছি।
পড়ুন : সুনামগঞ্জে র্যাব-৯ এর অভিযানে ১৯২ বোতল বিদেশী মদ উদ্ধার


