কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে বাস্তবায়িত ‘চাইল্ড নট ব্রাইড’ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।কর্মশালা শেষে বাল্য বিয়ে নিরোধসহ সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা স্বারক দেয়া হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপরে সদর উপজেলার আরডিআরএস বাংলাদেশ এর কুড়িগ্রাম কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসমাইল হোসেন,উপজেলা যু্ব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম মোস্তাফা সরকার,সমাজসেবা অফিসার মোঃ মশিউর রহমান,পৌর নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার,প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর অলিক রাংসাসহ সদর উপজেলার আওতাভুক্ত সকল ইউপি চেয়্যারম্যান,প্যানেল- চেয়্যারম্যানসহ ইউপি সদস্যগণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি যা শুধু একটি মেয়ের শৈশব কেড়ে নেয় না, বরং পুরো সমাজকে পিছিয়ে দেয়। এ ধরনের প্রকল্পে তরুণ-তরুণীদের ক্ষমতায়ন, পরিবারে সচেতনতা ও সমাজিক প্রতিরোধ গড়ে তুললে বাল্যবিবাহ পুরোপুরি নির্মূল করা সম্ভব বলে জানান বক্তারা।
পড়ুন- সাংবাদিকদের নিরাপত্তা সর্বাধিক গুরুত্বের সঙ্গে দেখবেন পিরোজপুরের পুলিশ সুপার
দেখুন- এক্সকে জরিমানা, ট্রাম্প বললেন ভুল পথে এগোচ্ছে ইউরোপ |


