১৫/০১/২০২৬, ৩:২০ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০১/২০২৬, ৩:২০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কুড়িগ্রামে সুদানে নিহত দুই সৈনিকের বাড়িতে শোকের মাতম

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ মিশনে অংশ নেয়া কুড়িগ্রামের দুই বীর সেনা সদস্য মমিনুল ইসলাম ও শান্ত মন্ডল সুদানে ১৩ ডিসেম্বর সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত হয়। শনিবার ২০ ডিসেম্বর তাদের মরদেহ ঢাকায় পৌঁছায়। রবিবার ঢাকা সেনানিবাসে তাদের জানাযা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে হেলিকপ্টার যোগে উলিপুর নিয়ে আসা হয়। এরপর মরদেহ এ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় তাদের নিজ নিজ বাড়িতে।

বিজ্ঞাপন


নিহত বীর সৈনিকদের মরদেহ বাড়িতে নিয়ে আসার পর পরিবার ও এলাকায় নেমে আসে শোকের মাতম।


মমিনুল ইসলামকে জেলার উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের উত্তর পান্ডুল গ্রামে বাড়িতে নিয়ে আসা হলে তার স্ত্রী-দুই কন্যা,পিতা-মাতাসহ স্বজনরা কান্নায় ভেঙে পরে। বারবার মুর্চ্ছা যান মমিনুলের বাবা ও মা। মমিনুল ইসলাম ২০০৮ সালে সেনাবাহিনীতে যোগদান করেন। তার জানাযা নামাজ নিজ এলাকায় বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হয়।


অপরদিকে সৈনিক পরিবারের সন্তান শান্ত মন্ডলের বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছাট মাধাই গ্রামের মন্ডলপাড়া গ্রামে। শান্ত মন্ডলের বাবা প্রয়াত নুর ইসলাম মন্ডল সেনা সদস্য ছিলেন। নিহত শান্ত মন্ডলকে তার বাবার কবরের পাশে শায়িত করা হবে। এছাড়াও তার বড় ভাই সোহাগ মন্ডল সেনাবাহিনীতে কর্মরত। শান্ত মন্ডল ২০১৮ সালে সৈনিক পদে যোগদান করেন। প্রায় গত বছর শান্ত মন্ডল বিয়ে করেন। তার স্ত্রী ৫ মাসের অন্তসত্বা। তার মরদেহ বাড়িতে নেয়া হলে পরিবারে নেমে আসে শোকের মাতম। শান্ত মন্ডলকে বিকেল সোয়া ৪টায় জানাযা শেষে কবরস্থ করা হবে বলে পারিবারিক ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়।

কুড়িগ্রামের নিহত সেনাবাহিনীর দুই সদস্য বগুড়া ৯বীর এ কর্মরত ছিলেন। তারা গত ৭ নভেম্বর দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে গিয়েছিল।

পড়ুন- ব্রাহ্মণবাড়িয়ায় চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

দেখুন- বিজিবির অভিযানে ২ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন