কুড়িগ্রাম ২ আসনে বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ মনোনয়ন জমা দিয়েছেন।মনোনয়ন জমা দেওয়ার পূর্বে সকলের কাছে দোয়া কামনা করেছেন তিনি।
সোমবার ২৯ ডিসেম্বর দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথের হাতে মনোনয়ন পত্র দাখিল ও জেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম ২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব, সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, সাবেক সহ সভাপতি সহিরুজ্জামান সাজু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল,
সদর উপজেলা বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব আবু হানিফ বিপ্লব, পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, সদস্য সচিব আব্দুল আলীম, জেলা যুবদলের সাধারন সম্পাদক নাদিম আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইদ্রিস আলী, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল, ওলামা দলের আহবায়ক মাওলানা ফজলুল হক, সদস্য সচিব মাওলানা ইউনুস আলী সহ নেতা কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, ধানের শীষ শুধু আমার মার্কা নয়, ধানের শীষ সবার মার্কা।ধানের শীষের জন্য সবাই ভোট চাইবেন,পরিবারের সবাইকে বলবেন ধানের শীষে ভোট দিতে।ধানের শীষের জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন
পড়ুন- নরসিংদী-২ (পলাশ) আসনে মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী ড. আব্দুল মঈন খান


