আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামে মনোনয়ন পত্র জমা দেয়ার ছিল শেষ দিন।এদিনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৩০ টি মনোনয়নপত্র জমা পড়েছে।মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে জেলার মোট ৪টি আসনের রিটার্নিং কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ছিল উৎসব মুখর ভীড়।তবে রিটার্নিং কার্যালয়ে প্রত্যেক প্রার্থী ৫ জনের অধিক প্রবেশে নিষেধাজ্ঞা ছিল বলে জানান জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ।
মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে কুড়িগ্রাম ২ আসনের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুড়িগ্রাম ২ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ,বাংলাদেশ নাগরিক পার্টির মনোনীত প্রার্থী ড.আতিক মুজাহিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মাওলানা নুর বখত,আমার বাংলাদেশ এবি পার্টির মনোনীত প্রার্থী মোঃ নজরুল ইসলাম,বাংলাদেশ জামায়াতে ইসলাম এর মনোনীত প্রার্থী এড.ইয়াসিন আলী সরকার,জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলহাজ্ব পনির উদ্দিন আহমেদের পক্ষে আলহাজ্ব আবু সুফিয়ান, নাগরিক ঐক্যের মনোনীত প্রার্থী মেজর আব্দুস সালামসহ অনান্য প্রার্থীরা।
প্রার্থীরা ইতিমধ্যে এলাকায় জনসংযোগ ও আগাম প্রচারণায় নেমেছেন। উন্নয়ন, কর্মসংস্থান ও সুশাসনের নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। সব প্রার্থীই তুলনামূলক শক্তিশালী হওয়ায় কে আগাম সুবিধায় আছে তা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। অনেকে মনে করছেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেই ভোটের মাঠের স্পষ্ট চিত্র বোঝা যাবে।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ বলেন,জেলা ও উপজেলাগুলোতে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেয়ার ছিল আজ শেষ দিন।জেলায় প্রার্থীদের উত্তোলনকৃত ৩৮ টি মনোনয়ন পত্রের মধ্যে জমা পড়েছে ৩০টি।
তিনি আরো বলেন,কুড়িগ্রামে এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। কোনো ধরনের সহিংসতার তথ্য পাওয়া যায়নি। নির্বাচন ও গণভোট সম্পর্কিত প্রয়োজনীয় নির্দেশনা প্রার্থীদের জানানো হবে।
পড়ুন: পিরোজপুরে নানা আয়োজনে বৈশাখী টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দেখুন: মার্কিন নৌবাহিনীকে মোকাবিলা করার ক্ষমতা এখন চীনের হাতে! |
ইম/


