কুড়িগ্রাম সীমান্তে ব্যাটালিয়ন ২২ বিজিবি অভিযানে চালিয়ে ৩৪,৯১,৪৭৭/- (চৌত্রিশ লক্ষ একানব্বই হাজার চারশত সাতাত্তর) টাকা মূল্যের ইয়াবা, গাঁজা, মদ, গবাদিপশু, কসমেটিকস্, ভারতীয় রুপিসহ ০১ জন চোরাকারবারী এবং বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানী পণ্য জব্দ করেছে।
সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।
অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান,কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর সদস্যগণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং সকল ধরনের নাশকতা নিয়ন্ত্রণের লক্ষ্যে নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
পড়ুন- খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নওগাঁয় সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনা
দেখুন- নতুন নেতৃত্বে বিএসবিওএ: চট্টগ্রাম বন্দরকে গতিশীল করার অঙ্গীকার


