কুমিল্লায় নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে বিভিন্ন পরিবহন সার্ভিসকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করে কুমিল্লা ভোক্তা অধিদপ্তর।
সোমবার (২৬ মে) সকাল সাড়ে ১১ টা থেকে বেলা দুইটা পর্যন্ত সদর দক্ষিন উপজেলার ঢুলিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মোঃ কাউছার মিয়া।
কুমিল্লা ভোক্তা অধিদপ্তর জানায়, সোমবার সকাল থেকে দুপুর পযর্ন্ত কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার ঢুলিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা থেকে রংপুর, পঞ্চগড়, (দুরপাল্লা) গামী পরিবহনের কাউন্টার গুলোতে ভোক্তা অধিদপ্তরের অভিযানের সময় সরকার নির্ধারিত ভাড়া চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এসব বাস কাউন্টার গুলোতে নির্ধারিত এক হাজার ২৮০ টাকার স্থলে অগ্রিম প্রতি টিকিট বিক্রি করছে ১৮শত থেকে দুহাজার টাকায়। অতিরিক্ত ৬০০-৭০০ বেশি নেওয়ায় এলআরবি পরিবনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা ও নুর স্পেশাল পরিবহনকে ২০ হাজার টাকাসহ দুটি প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মোঃ কাউছার মিয়া জানান, প্রতিশ্রুতি অনুযায়ী সেবা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে আরো সতর্ক থাকতে বিভিন্ন পরিবহন কতৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে। ভোক্তাদের স্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে কুমিল্লা বাস মালিক সমিতি জেলা পুলিশসহ অন্যরা সহযোহিতা করেন।
পড়ুন: কুমিল্লায় চলছে তিন দিনব্যাপী ভূমি মেলা
দেখুন: কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
এস


