“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লায় তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৫ মে) সকাল ১১ টায় কুমিল্লা জেলা পরিষদ ডাক বাংলোতে এ মেলার উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার।
মেলার উদ্বোধন শেষে একটি র্যালী বের হয়ে জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার।
স্বচ্ছ দক্ষ আধুনিক ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমি সর্বোত্তম ব্যবহার এবং ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিত করতে কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে এই মেলা চলছে।
উদ্বোধন শেষে আলোচনা সভায় বক্তারা বলেন, সারাদেশেই মানুষ ভূমি সংক্রান্ত নানান জটিলতা নিয়ে দিনের পর দিন ভুগতে হয়। সরকারের সুদক্ষ ব্যবস্থাপনায় এবং সহযোগিতায় পারে সাধারণ মানুষকে এসব ভোগান্তি থেকে মুক্ত করতে। যে কারণে ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত সকল সিস্টেমগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তাহলেই গ্রাহকরা ভূমি সেবায় সন্তুষ্ট হবেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক বলেন, ‘পাঠ্যপুস্তকে ভূমি ব্যবস্থাপনার সংক্রান্ত বিষয়টি অন্তর্ভুক্ত করা হলে সাধারণ মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে। কারন আমাদের দেশের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করলেও ভূমি ব্যবস্থাপনা আইন নিয়ে তেমন জানাশোনা থাকেনা। যে কারণে কোন না কোন সময় পর এসব জটিলতা নিয়ে তাকে ভুগতে হয়। তিনি আরো বলেন, ‘ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত প্রত্যেকটি দপ্তর সমন্বয় করতে পারলে ভূমি জটিলতা নিয়ে ফৌজদারী মামলা ও কমে আসবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার বলেন, ‘সরকার ভূমি ব্যবস্থাপনা উন্নয়নে নজর দিয়েছে।
সবকিছু আগের মতো নেই, এখন অনেক কিছুই আধুনিক হয়েছে। তবে ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত যেসব দপ্তর রয়েছে, যেমন ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস, জেলা রেজিস্টার এর কার্যালয় সবগুলো দপ্তর যদি সমন্বিত ভাবে কাজ করে তাহলে সাধারণ মানুষের ভোগান্তি কমে আসবে। এবং অতি দ্রুত সময়ের মধ্যে মানুষ সেবা পাবে।’
জেলা প্রশাসক আরো বলেন, ‘পাঠ্য পুস্তকে ভূমি সেবা ব্যবস্থাপনা বিষয়টি অন্তর্ভুক্ত করা এখন সময়ের যৌক্তিক পরামর্শ ।’
মেলায় বিভিন্ন উপজেলা ও ভূমি সংক্রান্ত কার্যালয়ের স্টলে অনলাইন ভূমি সেবার জন্য রেজিস্ট্রেশন, ভূমি উন্নয়ন কর আদায়, ই নামজারি, ডাকযোগে মৌজা ম্যাপ- খতিয়ান প্রাপ্তি, স্কুল-কলেজের শিক্ষার্থীদের ভূমি সেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য অবহিত করন সহ গ্রাহকদের বিভিন্ন সমস্যা নিয়ে পরামর্শ ও সেবা দেয়া হচ্ছে। আগামী ২৭ মে পর্যন্ত চলবে এই মেলা।
আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) ফাহমিদা মুস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক।
সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান এর পরিচালনায় সভায় বক্তব্য দেন মাল্টি পার্টি এডভোকেসি ফোরামের জেলা সভাপতি বদরুল হুদা জেনু, কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, জেলা রেজিস্টার মনিরুল হাসানসহ অন্যান্যরা।
পড়ুন: কুমিল্লায় কবি নজরুলের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে থাকবেন ২ উপদেষ্টা
দেখুন: নোয়াখালী-কুমিল্লা সড়কে বদলে যাবে জীবনযাত্রায় মান
এস


