কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় প্রকাশ্যে কুপিয়ে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৩০ আগস্ট) রাত পৌনে আটটার দিকে কাটাবিল মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মহরম হোসেন (৩৫)। তিনি নগরীর মুরাদপুর এলাকার চারু মিয়ার ছেলে। বর্তমানে শ্বশুরবাড়ি কাটাবিল এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয় সূত্র জানায়, মাদক সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কারা এ হামলার সাথে জড়িত তা এখনো নিশ্চিত নয়।
নিহতের স্বজনরা জানান, সন্ধ্যায় তারা মোটরসাইকেলে করে কাটাবিল থেকে নগরীর পাথুরিয়াপাড়া যাচ্ছিলেন। এসময় মসজিদের সামনে পৌঁছালে ২০–২৫ জনের একটি সংঘবদ্ধ দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা প্রথমে তাকে (অপু) মোটরসাইকেল থেকে টেনে নামায়। এরপর চালক মহরমকে মোটরসাইকেলসহ বেধড়ক মারধর ও কুপিয়ে গুরুতর আহত করে। পরে পাশের একটি দোকানে নিয়ে তাকে এলোপাথাড়ি কোপানো হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মহরমকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।
তিনি আরও জানান, নিহত মহরমের বিরুদ্ধে হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অপরাধে ১৮টি মামলা রয়েছে। ঘটনার মূল কারণ উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
পড়ুন:নানা আয়োজনে আবৃত্তি সংসদ কুমিল্লার ৩৩ বর্ষপূর্তি উদযাপন


