কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ আতশবাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৩০ জুলাই) সদর দক্ষিণ উপজেলার রসুলপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর সহকারী পরিচালক এর নেতৃত্বে ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। ভোর আনুমানিক ৪টার দিকে সীমান্ত পিলার ২০৮০/এম হতে প্রায় সাত কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত আতশবাজির পরিমাণ ৪ লাখ ৭৫ হাজার ৮৪০ পিস, যার বাজারমূল্য আনুমানিক ৯৫ লাখ ৬৭ হাজার ২০০ টাকা। বাজিগুলো বিভিন্ন ধরনের এবং এগুলো সীমান্ত পার হয়ে বাংলাদেশে পাচার করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
অভিযানের সময় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা না গেলেও বিজিবি জানিয়েছে, আটককৃত পণ্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং জব্দকৃত মালামাল কাস্টমস বিভাগে জমা দেওয়া হবে।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পণ্যের চলাচল রোধে তারা নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে আসছে। এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে, সীমান্ত এলাকাজুড়ে বিজিবির চলমান তৎপরতা ও নিয়মিত অভিযানের ফলে সীমান্ত চোরাচালানকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং অবৈধ কার্যক্রমে বড় ধরনের ধাক্কা লাগছে বলে স্থানীয়দের অনেকে মনে করছেন।
পড়ুন: কুমিল্লায় ব্যবসায়ী টিপু হত্যা: দুইজনের যাবজ্জীবন, ছয়জনের ১০ বছর করে কারাদণ্ড
এস/


