কুমিল্লা বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকায়, গোমতী নদীর বাঁধ ভেঙে গেছে। এতে নতুন করে অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৩ আগস্ট) গভীর রাতে বাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গতকাল সন্ধ্যার পর থেকে ওই স্থানের নিচ দিয়ে পানি বের হচ্ছিল।
স্থানীয় লোকজন বালুর বস্তা ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু রাতে বাঁধের অন্তত ৩০০ ফুট ভেঙে যায়। এতে ষোলনল, পীরযাত্রাপুর, সদর ইউনিয়নসহ আশপাশের বেশ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে।